জলের পাখোয়াজে বিভোর পুত্র শিল্পী শতাব্দী জাহিদ

By Published On: April 23, 2021Views: 232

প্রচ্ছদ শিল্পী এবং কবি শতাব্দী জাহিদ এর জন্মদিনে শুভেচ্ছা। রং আর তুলির চিরায়ত বন্ধনের ব্যবহারে শূন্য কাগজের ওপর ভাব বুলিয়ে যান এই গুণী শিল্পী। শতাব্দী জাহিদ একবার বলেছিলেন, আমি আসলে লেখকের ব্যক্তি জীবন বুঝতে চেষ্টা করি। বেশিরভাগ সময়ই লেখকের লেখা বইয়ের কন্টেন্ট থেকে থিম নিই। সে অনুযায়ী রং ও উদ্দেশ্য নির্বাচন করি। তিনি সারাজীবন প্রচ্ছদ করে যেতে চান কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই জীবনকে আনন্দের বাতাসে উড়িয়ে দিতে পারে খুব কম মানুষ। শিল্পী শতাব্দী জাহিদ সেই মানুষ। জলের পাখোয়াজে বিভোর পুত্র কবি শতাব্দী জাহিদের জন্মদিন আজ।
অজস্র শুভকামনা জানাই। তাঁর কবিতা দিয়েই দিনটি স্মরণ করি-

শিল্পী শতাব্দী জাহিদ (ছবি সংগৃহীত)

বৃষ্টির পাখোয়াজ
আলো মাখা রোদে বৃষ্টি এলো ঘাসফড়িংয়ের মাঠে
ভেজা শহরে দোয়েল ছানা ছায়া হয়ে আঁকে
রিকশার হুড তুলে তোমার বাড়ি ফেরার ঘড়ি
দূরের টঙে একদল চিত্রল কিশোর;
. চায়ের কাঁপে চুম্বন খেলে জলরাশি।
মুষলধারার শেষরাতে বেলকনিতে জলের পাখোয়াজে
. বিভোর পুত্র আমি, নগ্ন পায়ে হাঁটি
মা, মনে পড়ে আমাদের মধ্যবিত্ত ঘরে ঝমঝমে রাত;
. ভয় পাওয়া বিজলি পতনের গাঁয়ে
অপেক্ষায় থাকতে জেগে। এখন সকল ভয়ের সাথে
তুমিও চলে গেছ অরূপ তারাদের মাঠে।
শতাব্দী জাহিদ। ছবি: সংগৃহীত

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Nandik Shop