‘থিয়েটার ইউল্যাব’ থেকে মঞ্চায়ন হচ্ছে “প্রায় তিন/চার জন”

By Published On: August 16, 2023Views: 167

বুধবার ১৬ আগস্ট ২০২৩ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে মঞ্চায়ন হচ্ছে জাহিদ সোহাগের নাটক “প্রায় তিন/চার জন”।

‘থিয়েটার ইউল্যাব’ মঞ্চে আনছে নতুন নাটক ‘প্রায় তিন/চা র জন’।

বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হবে।

জাহিদ সোহাগের লেখা নাটকটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন সারোয়ার জাহান উপল। অভিনয় করবেন থিয়েটার ইউল্যাবের সদস্যরা।

নির্দেশক সারোয়ার জাহান উপল জানান, “এটি আমার নির্দেশনায় প্রথম কোনো মঞ্চনাটক। এর আগে মঞ্চে অভিনয় করেছি এবং থিয়েটারের নেপথ্যের বিভিন্ন কাজের সাথেও যুক্ত থাকার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে প্রথম কোনো নাটক নির্দেশনা দিচ্ছি।”

নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, “এটি উত্তর-আধুনিক নাটক, আমাদের জীবনের অনিশ্চয়তার কথা বলে। হত্যা, গুম, খুন, ধর্ষণ কর্তৃত্ববাদ ইত্যাদির মধ্য দিয়ে যে আমরা একটা অনিশ্চিত সমাজে বাস করি, সেটাই এই নাটকের মুখ্য বিষয়।”
জাহিদ সোহাগের ভাষায়, ‘প্রায় তিন/চার জন’ নাটক‌টি ওভেি‌নের উপর খা‌তা রে‌খে দাঁ‌ড়ি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে লি‌খে‌ছিলাম; তাই এর একটু তাপ আছো।
দৃশ্যত, গুম খুন কর্তৃত্ববাদ ইত্যাদি নাট‌কের বিষয় হ‌লেও মানু‌ষের জীব‌নের নিরর্থকতার দিক‌টিও আছে।

নাটকের উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত থাকবেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।

এছাড়া ইউল্যাবের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করবেন।

একদম অপেলশাদার ও ইউল্যাবের তরুণ শিক্ষার্থীরা এই নাটক‌টি মূর্ত ক‌রে তু‌লে‌ছেন মাসখা‌নে‌কের রিহা‌র্সেলে; এই তরুণ নাট্যশ্রমিকদের অভিনন্দন জানাই; যা সম্ভব ক‌রে‌ছেন নির্দেশক সারোয়ার জাহান উপল।

নান্দিক ডেস্ক

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Nandik Shop