ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধি ও বাংলার গীতরঙ্গ প্রসঙ্গ

By Published On: July 3, 2021

“নান্দিক আলাপ” এর বিশেষ আয়োজন ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধি ও বাংলার গীতরঙ্গ  প্রসঙ্গ।

কেউ কেউ মনে করেন বর্ণমালার পৃথক পৃথক বর্ণগুলির অর্থ নাই। কিন্তু খুব সহজভাবে ভাবলে বুঝতে পারা যায় যে, সূতা লাল না হলে তা দিয়ে বোনা গামছা যেমন লাল হয় না, তেমনি আলাদা আলাদা বর্ণগুলির অর্থ না থাকলে কতকগুলি বর্ণ জুড়ে উৎপন্ন শব্দ অর্থপূর্ণ হতে পারে না।
 
বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণই ক্রিয়াশীল, ওরা যেন জীবন্ত। আসলে বর্ণের অর্থ জানলে তবেই ভাষার আলোয় বিশ্বজগৎ নতুনভাবে দেখা সম্ভব।
পদকে ভাঙলেই পদার্থ (পদের অর্থ) পাওয়া যায়। সেদিক থেকে ভাবলে বর্ণগুলির অর্থ থাকাই স্বাভাবিক।
 
যখন কোনো শব্দকে প্রচলিত প্রকৃতি-প্রত্যয়ে ভাঙা যায় না তখন বর্ণের অর্থ থেকে শব্দের অর্থ নিষ্কাশনের রীতি বা পদ্ধতি নিশ্চয়ই আছে!
 
নান্দিকের ধারাবহিক ফেসবুক লাইভ এর এবারের প্রসঙ্গ ‘ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধি ও বাংলার গীতরঙ্গ’ প্রসঙ্গ।

আলোচক, ড. কামালউদ্দিন কবির, শিক্ষক ও গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

২২ আষাঢ়, ১৪২৮, ১৩ জুলাই, ২০২১। রাত ৮:০০ টা (বাংলাদেশ সময়)
 
নান্দিকের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনা এবং উপস্থাপনা, ইসমত শিল্পী, সম্পাদক, নান্দিক।
 
গতবছর দীর্ঘ করোনা সময়ে ‘নান্দিক’ নিয়মিত ফেসবুক লাইভ করে এসেছে। সমাজ, সংস্কৃতির বিভিন্ন মাধ্যম সহ জীবন-যাপন, প্রকৃতি বিষয়ক লাইভগুলো মানসিক সংস্কারের পাশাপাশি আমাদের নৈমিত্তিক যাপনের আনন্দ সঞ্চারে বিশেষ ভূমিকা রেখেছে, একথা বলাই যায়।
 
‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’ – শব্দগুলো নান্দিক সবসময় ধারণ করে; বিশ্বাসে এবং কাজে। বলায়, চলায়। 
 
ইসমত শিল্পীসম্পাদক, নান্দিক
Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Nandik Shop

Related