শিশির আজম-এর দুটি কবিতা

By Published On: December 19, 2021

বিছানা

তোমরা তপ্ত কাঁঠালকাঠে আমি আধঘণ্টা ঘুমোই আধঘণ্টা পড়ি
আধঘণ্টা শূন্যতার ভিতর গোঙাই আধঘণ্টা বরফযুগ
আধঘণ্টা মরুশেয়ালের অনুদ্ঘাটিত বীজতলা
দাঁতালো বাড়িগুলো গড়াতে গড়াতে আমার দিকেই আসছে
আমি তোমার আকাশ ধরবো তোমার রাখালের চিরস্থায়ী অসুখের পাশে
কিন্তু ওটা পুকুর ওটা কমবেশি ভীত
কেউ ওটাকে আঘাত করেছে
কেউ চুষেছে নাম না জেনে সময় না মেনে
হয়তো আবার আমি ঘুমোতে যাবো তোমার কাঠের বিষয়বস্তু না বুঝেই
তোমার বাদামি খড়ের গাদায়
বড় বড় বাতাসের থিয়েটারে
আমি ভীত হবো আর আঁকড়ে ধরবো তোমার কাঁকড়া

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Nandik Shop